Search:
Bibhutibhushan Bandyopadhyay
Bibhutibhushan Bandyopadhyay

গ্রন্থ-পঞ্জী (Bibliography)

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনার কালানুক্রমিক তালিকা:

১। পথের পাঁচালী বিচিত্রা আষাঢ় ১৩৩৫ -আশ্বিন, ১৩৩৬, গ্রন্থাকারে প্রকাশিত, রঞ্জন প্রকাশালয়, ১৩৩৬।
২। অপরাজিত, প্রবাসী পৌষ, ১৩৩৬ – আশ্বিন ১৩৩৮ গ্রন্থাকারে প্রকাশিত রঞ্জন প্রকাশালয়, ১৩৩৬ ।
৩। দৃষ্টি প্রাদীপ, প্রবাসী ফাল্গুন, ১৩৪০- চৈ ত্র ১৩৪১ গ্রন্থাকারে প্রকাশিত পি সি সরকার অ্যা ন্ড সনস, ভাদ্র, ১৩৪২।
৪। চাঁদের পাহাড়, মৌচাক, আষা ঢ়, ১৩৪২- চৈ ত্র, ১৩৪৩; গ্রন্থাকারে প্রকাশিত এম সি সরকার অ্যা ন্ড সনস, আশ্বিন
১৩৪৪।
৫। আরণ্যক, প্রবাসী,কার্তিক ১৩৪৪ – ফাল্গুন ১৩৪৫, গ্রন্থাকারে প্রকাশিত কাত্যায়নী বুকস্টল, চৈত্র, ১৩৪৫ ।
৬। মরণের ডঙ্কা বাজে, মৌচাক, পৌষ,১৩৪৪-আশ্বিন, ১৩৪৬; গ্রন্থাকারে প্রকাশিত বিশ্বনাথ পাবলিশিং হাউস,
পৌষ,১৩৪৬।
৭। আদর্শ হিন্দু হোটেল,মাতৃভূমি মাঘ ১৩৪৫ -ভাদ্র ১৩৪৭, গ্রন্থাকারে প্রকাশিত কাত্যায়নী বুকস্টল আশ্বি ন,১৩৪৬।
৮। বিপিনের সংসার, অলকা, আশ্বিন, ১৩৪৫ – ভাদ্র ১৩৪৬, গ্রন্থাকারে প্রকাশিত কাত্যায়নী বুকস্টল শ্রাবণ ১৩৪৮।
৯। দুই বাড়ি সরাসরি গ্রন্থাকারে প্রকাশিত, শঙ্করানন্দ ঠাকুর, ইমপিরিয়া ল আর্ট কলেজ, মহালয়া ১৩৪৮।
১০। মিসমীদের কবচ সরাসরি গ্রন্থাকারে প্রকাশিত, দেব সাহিত্য কুটির, চৈত্র, ১৩৪৮ ।
১১। অনুবর্তন সরাসরি গ্রন্থাকারে প্রকাশি ত, মিত্রালয়, শ্রাবণ, ১৩৪৯।
১২। দেবযান সরাসরি গ্রন্থাকারে প্রকাশিত, মিত্র ও ঘোষ , আশ্বিন, ১৩৫১।
১৩। কেদার রাজা মাতৃভূমি অগ্রহায়ণ ১৩৪৭ – ? গ্রন্থাকারে প্রকাশিত কাত্যায়নী বুকস্টল, শ্রাবণ, ১৩৫২।
১৪। হীরামাণিক জ্বলে মৌচাক,বৈশাখ,১৩৪৮-চৈ ত্র, ১৩৪৯, গ্রন্থাকারে প্রকাশিত, ডি এম লাইব্রেরি , আষা ঢ়, ১৩৫৩।
১৫। অথৈ জল , প্রভাতী , চৈত্র, ১৩৫০- পৌষ,১৩৫৩ , গ্রন্থাকারে প্রকাশিত, ডি এম লাইব্রেরি , আষা ঢ়,১৩৫৪
১৬। ইছামতী , অভ্যুদয় ১৯৪৭ (অংশি ক), গ্রন্থাকারে প্রকাশিত, মিত্রালয়, ১৩৫৬।
১৭। অশনি সংকেত , মাতৃভূমি মাঘ ১৩৫০ – মাঘ, ১৩৫২, গ্রন্থাকারে প্রকাশিত, বিভূতি প্রকাশন,ভাদ্র, ১৩৫৬।
১৮। দম্পতি , সরাসরি গ্রন্থাকারে প্রকাশিত, দেবসাহিত্য কুটির, ফাল্গুন,১৩৫৯।
১৯। অনশ্বর, গ্রন্থাকারে প্রকাশিত, মিত্র ও ঘোষ , আশ্বিন, ১৩৭৯, বিভূতি ভূষণ ুপন্ঢ়া সটি শেষ করে যেতে পারেন নি ,
অষ্টম থেকে অষ্টাদশ পরিছ্ছে লিখে তারাদাস বন্দ্যোপাধ্যায় এটি শেষ করেন।

গল্প সংকলন


১। মেঘমল্লার, শ্রাবণ, ১৩৩৮,বরেন্দ্র লাইব্রেরি ।
২। মৌরী ফুল,ভাদ্র, ১৩৩৯, শ্রীগুরু লাইব্রেরি ।
৩। যাত্রাবদল, কার্তিক, ১৩৪১, পি সি সরকার।
৪। জন্ম ও মৃত্যু , আশ্বিন,১৩৪৪, কাত্যায়নী বুকস্টল।
৫। কিন্নর দল, কার্তি ক ১৩৪৫, কাত্যায়নী বুকস্টল।
৬। বেনীগীর ফুলবাড়ি , বৈশাখ, ১৩৪৮,কাত্যায়নী বুকস্টল।
৭। নবাগত, মাঘ,১৩৫০, মিত্র ও ঘোষ।
৮। তালনবমী, বৈশাখ, ১৩৫১, কালিকা প্রীস।
৯। উপলখন্ড, বৈশাখ, ১৩৫২, গুপ্ত প্রকাশিকা।
১০। বিধুমাস্টার, জ্যৈষ্ঠ,১৩৫২ কাত্যায়নী বুকস্টল।
১১। ক্ষণভঙ্গুর, ভাদ্র, ১৩৫২, গুপ্ত প্রকাশিকা।
১২। অসাধারণ ,বৈশাখ, ১৩৫৩, মিত্রালয়।
১৩। মুখোশ ও মুখশ্রী, অগ্রহায়ণ,১৩৫৪ মিত্র ও ঘোষ।
১৪। অচার্য কৃপালনী কলোনি , আশ্বিন, ১৩৫৫, বেঙ্গল পাবলি শার্স
১৫। জ্যোতি রিঙ্গণ, চৈত্র ১৩৫৫, মিত্র ও ঘোষ।
১৬। কুশল পাহাড়ি , পৌষ,১৩৫৭,মিত্র ও ঘোষ।
১৭। রূপহলুদ ,জ্যৈষ্ঠ, ১৩৬৪, ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং
১৮। অনুসন্ধান, মাঘ,১৩৬৬, বি ভূতি প্রকাশন।
১৯। ছায়াছবি , ফাল্গুন, ১৩৬৬ তাপসী প্রেস।
পূর্বে গ্রন্থি ত গল্প নিয়ে বিষয়-ভিত্তিক সংকলন
২০। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর সঞ্চয়ন, জ্যৈষ্ঠ ১৩৭২, মিত্র ও ঘোষ।
২১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটদের ভালো বালো গল্প, শ্রাবণ, ১৩৭২।
২২। ছোটদের শ্রেষঠ গল্প
২৩। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প আষা ঢ়, ১৩৭৮।
মোট ১০৩ টি গল্পের সংগ্রহ এগুলি , তবে তালিকাটি অসম্পূর্ণ।

দিনলিপি

১। অভিযাত্রিক, চৈত্র ১৩৪৭, মিত্র ও ঘোষ।
২। স্মৃতির রেখা, শ্রাবণ, ১৩৪৮, মাধব ঘোষা ল।
৩। তৃণাঙ্কুর, চৈ ত্র ১৩৪৯, মিত্রালয়।
৪। ঊর্মি মুখর, শ্রাবণ, ১৩৪৮, মিত্রালয়।
৫। বনে-পাহাড়ে, প্রথম প্রকাশ, মৌচাক, আষাঢ়, ১৩৫০-আষা ঢ় ১৩৫২, গ্রন্থাকারে, আশ্বিন,১৩৫২, মিত্রালয়।
৬। উৎকর্ণ, বৈশাখ, ১৩৫৩, মিত্র ও ঘোষ।
৭। হে অরণ্য কথা কও, মাঘ, ১৩৫৪, আরতি এজেন্সী।
৮। অন্তরঙ্গ দিনলিপি , ভাদ্র, ১৩৮৩, পুস্তক প্রকাশনী।
৯। বিভূতিভূষণের অপ্রকাশিত দিনলিপি বৈশাখ, ১৩৯০, সম্পাদক, সুনীলকুমার চট্টোপাধ্য়ায়, নাথ পাবলিশিং ।
১০। বিভূতিভূষণের অপ্রকাশিত রচনা ভাদ্র,১৩৯৫, সম্পাদক, সুনীলকুমার চট্টোপাধ্য়ায়, মন্ডল বুক হাউস।

অন্যান্য

১। বিচিত্র জগৎ,ভাদ্র,১৩৪৪, পি সি সরকার।
২। আইভ্যান হো (অনুবাদ) ১৩৪৫, বিভূতি রচনাবলী, শতবার্ষী কি সংস্করণে সংকলি ত।
৩। অষভি নববাংলা ব্যাকরণ, পাঠ্যপুস্তক, শ্রাবণ,১৩৪৭, সেন ব্রাদার্স।
৪। টমাস বাটার আত্মজীবনী, জ্যৈষ্ঠ,১৩৫০, গেনারেল প্রিন্টার্স অ্যা ন্ড পাবলি শার্স।
৫। আমার লেখা, ভাদ্র,১৩৬৮, বিভূতি প্রকাশন।
এই সংকলনটিতেই বিভূতিভূষণের রবীন্দ্রনাথ বিষয়ে তিনটি প্রবন্ধ, রবীন্দ্রনাথ, রবি -প্রশস্তি ও প্রথম দর্শন,
সংকলিত হয়েছে।
৬। বিপুলা এ পৃথিবী ভাদ্র, ১৩৫৪।