বংশতালিকা ( Family Tree )
বিশদ জানার জন্য ছবিতে ক্লিক করুন (Click on the image for details)
-
-
-
-
জাহ্নবী দেবী।
(১৮৯৯ - ১৯৩৭)বিভূতিভূষণের বোন, মহানন্দ ও মৃণালিনীর তৃতীয় সন্তান। ডাকনাম জাফরী। পঞ্চানন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয়। দুইটি সন্তান হয়, উমা এবং শান্ত। জাহ্নবীর স্বামীবিয়োগ হয় অকালে, অসফল কর্ণমূল অস্ত্রোপচারের ফলে। জাহ্নবী নিজেও অকালেই মারা যান। বিভূতিভূষণ বনগ্রামে একটি বাড়ি ভাড়া করে তাঁদের রেখেছিলেন। ইছামতীতে স্নান করতে গিয়ে তিনি আর ফেরেননি। সম্ভবতঃ কামটে নিয়ে যায় তাঁকে।
-
নুটবিহারী বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণের সবচেয়ে ছোট ভাই। ডাক্তার ছিলেন। ক্যাম্বেল মে়ডিক্যাল কলেজে পড়েছেন, এখন যেটি নীলরতন সরকার মেডিকাল কলেজ নামে পরিচিত। বিভূতিভূষণের স্ট্রোক হওয়ার পর চিকিৎসা নিজের হাতে রেখেছিলেন বলে লেখকের কিছু পরিচিত মানুষ গঞ্জনা দেন। দাদার মৃত্যুর এক সপ্তাহ পরে, সেই অনুতাপে নুটবিহারী আত্মঘাতী হন।
-
-